ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা (৩৪) আজ সকাল ৭ ঘটিকায় ঢাকার কাকরাইলে অবস্থিত ইসলামি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
গত সোমবার মাইগ্রেন সমস্যাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে ব্রেইন স্ট্রোক করে তিনি মারা যান। তিনি বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা ছিলেন। গত ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগাযোগ করেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দির খানেবাড়ি গ্রামে। মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 



















