২৬ ডিসেম্বর -২০২৫ আজ পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর বৃত্তি পরীক্ষা–২০২৫ ইং। উপজেলায় একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা । কেজি-১ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
পাকুন্দিয়া উপজেলার প্রাণকেন্দ্র পাকুন্দিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৯ টি কিন্ডারগার্ডেন স্কুলের প্রায় ১ হাজার ২ শত ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রটি ছিল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্রোতে মুখরিত।
পরীক্ষা চলাকালে সংগঠনের উপদেষ্টা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন।
পরীক্ষা গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল বোর্ড পরীক্ষার মতোই সুচারু ও সুশৃঙ্খল। অভিভাবকরা জানান, এ ধরনের মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে।
পাকুন্দিয়ায় বৃত্তি পরীক্ষাকে ঘিরে পরিণত হয়েছে এক উৎসবের মেলা। শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের পরিশ্রমে পরীক্ষা সম্পন্ন হয় সফলভাবে।
মোঃ হোসাইন (ফরহাদ)
পাকুন্দিয়া প্রতিনিধি
মোবাঃ ০১৭৩৯২৫৯২১৮
প্রিন্ট
পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি : 




















