তারিখ ১০ ডিসেম্বর ২০২৫
হাইলাইট: সেনাবাহিনী অভিযানে জব্দ: ৭ হাজার ৫ ইয়াবা পিস, ২ কেজি গাঁজা, অস্ত্র ও মোবাইল
কাশিমপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়, যার ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে বাটন ফোন ৩টি, অ্যান্ড্রয়েড ফোন ১২টি, ডিবিআর ১টি, ৭টি চাকু এবং ১টি সামুরাই তলোয়ার জব্দ করা হয়।
‘ইয়াবা সম্রাজ্ঞী’ আখিসহ শামীম, আদনান, সামিউল, রবি আলম, সোহেল, ইব্রাহিম, সজীব ও আলমগীরকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট
ফারুক আহমদ, গাজীপুর প্রতিনিধি 




















