আজ সন্ধ্যা সাতটায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়, বহেড়াতলা, ব্রিজ সংলগ্ন, হৃদয় (১৭) নামে এক অটোচালক কিশোর এর লাশ উদ্ধার করে, মঠবাড়িয়া থানা পুলিশ।গত মঙ্গলবার, একুশে অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিখোঁজ ওই অটোচালকের পরিবার, হৃদয়কে অপহরণের অভিযোগ এনে, মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। হৃদয় উপজেলার হালতা গুলি শাখালি, ইউনিয়নের এক নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু রাতেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোন এ কল দেন। এসময় অপর প্রান্ত থেকে এক ব্যক্তি রিসিভ করে অটোচালক হৃদয়ের মুক্তিপণ দাবি করে। অপহরণের ঘটনায় হৃদয়ের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উদ্যোগ ও উৎকণ্ঠা বিরাজ করে। লাশ পাওয়ার পরে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল হালিম জানান,লাশের ময়না তদন্ত সাপেক্ষে সবকিছু বিস্তারিত বলা যাবে। প্রাথমিকভাবে লাশ উদ্ধার করে মঠবাড়িয়া, থানায় নিয়ে যাওয়া হয়।
প্রিন্ট
																			
																পিরোজপুর জেলা প্রতিনিধি, আফজাল মিয়ার তথ্য ও চিত্রে।								 




















