৫৬,০০০ মিটার অবৈধ জাল ধ্বংস, মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযানপাবনা জেলার ফরিদপুর ও সাঁথিয়া উপজেলায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৫৬,০০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। জব্দ জালের আনুমানিক মূল্য ৪০,০০,০০০ টাকা।
বুধবার ফরিদপুরের ডেমরা ও সাঁথিয়ার রূপসী এলাকায় অভিযান পরিচালিত হয়। ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ সাংবাদিকদের বলেন,
> “দেশের জনগণের স্বার্থে ও মৎস্যসম্পদ রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে ফরিদপুর ও সাঁথিয়ার প্রশাসনিক কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, নাজির, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
																			
																মোঃ গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিনিধি								 




















