ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ Logo মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo দেশের ধন্যাঢ্য ব্যক্তিরাও প্রতারণার শিকার অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্র Logo দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা খালেকুজ্জামান চৌধুরী Logo কাচিঘাটা রেঞ্জে গাছকাটা সিন্ডিকেটের তাণ্ডব রাতে চার–পাঁচশ গাছ উজাড়—বন রক্ষাকারীরাই অভিযুক্ত!** স্থানীয়দের অভিযোগ: “৫ আগস্টের পর এলাকা একেবারে মগের মুল্লুক—বন কেটে লুটে খাচ্ছে সবাই Logo চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত Logo ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Logo প্লট বরাদ্দে দুর্নীতির মামলা জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড Logo তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা

দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর এর উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ৯টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনটি ২০২২ সালে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে প্রথমবার বৃত্তি পরীক্ষা শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবার অষ্টম শ্রেণি পর্যন্ত এ আয়োজনের পরিধি বাড়ানো হয়।

পরীক্ষা শেষে লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ চৌধুরী তাহসিন বলেন, আমি এর আগেও অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। এবারের পরীক্ষাও ভালো হয়েছে। আশা করি ভালো ফল করব।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিজাম উদ্দিন মোহন বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেয়। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থার যে চরম অব্যবস্থাপনা ছিলো, তা এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেকটা ঘুচছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এতে অংশ নিচ্ছে-এটাই বড় অর্জন।

সংগঠনটির চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ২০২২ সাল থেকে আমরা প্রতি বছর এ আয়োজন করে আসছি। শিক্ষার্থীরা যাতে নিজেদের যথাযথভাবে মেধা যাচাইয়ের সুযোগ পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, এবছরও দারুণ সাড়া পেয়েছি।

শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অভিভাবকদের আগ্রহে এ বৃত্তি পরীক্ষার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকরা।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ

সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা

আপডেট সময় ১০:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর এর উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ৯টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনটি ২০২২ সালে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে প্রথমবার বৃত্তি পরীক্ষা শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবার অষ্টম শ্রেণি পর্যন্ত এ আয়োজনের পরিধি বাড়ানো হয়।

পরীক্ষা শেষে লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ চৌধুরী তাহসিন বলেন, আমি এর আগেও অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। এবারের পরীক্ষাও ভালো হয়েছে। আশা করি ভালো ফল করব।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিজাম উদ্দিন মোহন বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেয়। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থার যে চরম অব্যবস্থাপনা ছিলো, তা এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেকটা ঘুচছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এতে অংশ নিচ্ছে-এটাই বড় অর্জন।

সংগঠনটির চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ২০২২ সাল থেকে আমরা প্রতি বছর এ আয়োজন করে আসছি। শিক্ষার্থীরা যাতে নিজেদের যথাযথভাবে মেধা যাচাইয়ের সুযোগ পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, এবছরও দারুণ সাড়া পেয়েছি।

শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অভিভাবকদের আগ্রহে এ বৃত্তি পরীক্ষার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকরা।


প্রিন্ট