পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক প্রেমিক যুগলকে অনৈতিক অবস্থায় আটক করেছে স্থানীয়রা। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেন্দা খালপাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাড়োপাড়া গ্রামের কবরস্থানের পাশে ওয়াজেদ আলীর মেয়ে কলেজছাত্রী মোছা. আয়শা পারভীন অনন্যা (১৭.৫ মাস) মেন্দা খাল পার্ট এর এলাকার মোহার্রম হোসেনের ছেলে মো.শপনিল ইসলাম গত ৫ মাস ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। শপনিল ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
শনিবার সকালে শপনিল প্রেমিকা আয়শাকে ভাঙ্গুড়া বাজার বেইলি ব্রিজ এলাকা থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকায় তারা প্রায় তিন ঘণ্টা একসঙ্গে একই রুমে অবস্থান করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে দুজনকে অনৈতিক অবস্থায় আটক করে।
খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনা সম্পর্কে এখনো কিছু জানি না। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট
																			
																পাবনা জেলা) প্রতিনিধি:								 




















