ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীর গুলশান রাজউকের এস্টেট শাখায় উপ-পরিচালক লিটন সরকারকে ঘিরে অনিয়মের অভিযোগ, ফাইল গায়েব থেকে বিতর্কিত অনুমোদন Logo এস আলম থেকে ঘুস নেন সাবেক ডেপুটি গভর্নর মনিরুজ্জামান Logo দুর্ভোগের রাজধানী কারওয়ান বাজারে অব্যবস্থাপনা, নেপথ্যে চাঁদাবাজি মাহমুদা ডলি Logo মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করলো ইরান Logo আতঙ্কে বাঁশখালী প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ প্রতিবেদন চট্টগ্রাম Logo অবশেষে ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামি জোট আলফাজ আনাম Logo আজমিরীগঞ্জে ঐতিহ্যবাহী কালভৈরব মেলায় Logo মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয় Logo এমসিএসকে-তে সাফল্য: ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থীকে সংবর্ধনা Logo জামালপুরে ০৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আওয়ামী লীগ নেতা-এমপি ও মেয়রদের পুঁজি করে মহব্বত হোসেন কোটিপতি!

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৮ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালিত হয় মহব্বত হোসেনের নেতৃত্বে, বিএনপি নামদারি বিলুপ্ত প্রায় জনৈক নেতার সমন্বয়ে চলছে এসব কান্ডকারখানা।

কখনো খাল বেদখল উচ্ছেদের নামে, কখনো নদী বেদখল উচ্ছেদের অজুহাত দেখিয়ে। তারা একটি সিন্ডিকেট ও বলয় তৈরি করে লোক দেখানো কাজ হাতে নিয়েছে। এসব এর সাথে ওতপ্রোতভাবে জড়িত মহব্বত হোসেন।
এর আগে আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার, সাবেক মেয়র মিরন- সিরাজুল ইসলাম আলমগীর ও এমপি ছোট মনির-জোয়াহেরের টাকায় চলতো মহব্বত হোসেন এর এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কিন্তু এখন তড়িঘড়ি করে মহব্বত হোসেন এর সহযোগী ও নামদারী নেতা সেজে হামিদুল হক মোহন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালন করতেও দেখা গেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেনের হয়ে সরাসরি নির্বাচনে প্রচারণা করেন এনটিভি ও আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ছানোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহব্বত হোসেন।

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলন ধমাতে ছাত্রজনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন টাঙ্গাইল -২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনি ও তার ভাই বড়মনি৷ আর সেই গুলির নির্দেশ সহযোগিতা করেন ছোট মনিরের বন্ধু এনটিভি ও আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনি মহব্বত হোসেন। মহব্বত হোসেনের পরামর্শ ক্রমেই গুলির নির্দেশ দেন ছোট মনির। টাঙ্গাইলে লোকমুখে শোনা যায়, সরকার পতনের পর ছোটমনিরকে আশ্রয় দিয়েছিলেন সাংবাদিক মহব্বত হোসেন। পরে ছোট মনিরকে একটি নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে সহযোগিতা করেন সাংবাদিক মহব্বত হোসেন। আর এই ছোটমনিরের সাথে মনের আনন্দে সেলফি তুলেছিলেন মহব্বত হোসেন।

নির্ভরযোগ্য সুত্র জানায়, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অযোগ্য সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী হত্যা মামলার আসামি মুজাম্মেল
হকের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে তৈলবাজ সাংবাদিক মহব্বত হোসেনের।

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি অফিস ভাংচুর এর পর থেকে এসব সিন্ডিকেটধারীরা ঘাপটি মেরে চলছেন।

তবে মহব্বত হোসেন এর সাথে সখ্যতা বজায় রাখা জনৈক সাংবাদিক তার দৈনন্দিন বাজার, মাসিক খরচ, ব্যাংক হিসাব এর বিষয় জানতে চাওয়া হলে নাম না প্রকাশের শর্তে জানান, আওয়ামী লীগের নেতাদের পুঁজি করে মহব্বত হোসেন কোটি টাকা প্লাস একাউন্টে জমা করেছেন। সিজনালি অবৈধ বালুর ঘাট থেকে তার লাখ লাখ টাকা আসে। মহব্বত হোসেন এর মাসিক খরচ লাখের উপরে। তিনি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় প্রতিনিধি, সম্প্রতি এ্যাড দেয়, এনটিভির স্টাফ করেসপনডেন্ট মহব্বত হোসেন কতই বা বেতন পান।
অবৈধ পথের বা ধান্দাবাজির টাকায় চলে এসব। তন্মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর এমপিদের সাথে সখ্যতা বজায় রেখে কোটি কোটি টাকার মালিক সেজেছেন তিনি।
মহব্বত হোসেন টাঙ্গাইলের সাংবাদিক সমাজে স্বার্থপর, সুবিধাবাদী, খাই খাই সাংবাদিক হিসাবে পরিচিত।
আক্ষেপ করে জনৈক সাংবাদিক নাম না প্রকাশের শর্তে জানান, একদিন নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে কাশিল গ্রামে তার ডাকে গিয়েছিলাম, পারিশ্রমিক দেয়া হয়েছিল প্রার্থীর পক্ষ থেকে আমাদেরকে দেয়ার জন্য।
কিন্তু দায়িত্ব পেয়ে মহব্বত হোসেন কে দেয়া সে পারিশ্রমিকের টাকা এককভাবে আত্মসাৎ করে।
এছাড়া, টাঙ্গাইল প্রেসক্লাবে মহব্বত হোসেন নির্বাচনে সম্পাদক প্রার্থী হয়ে ভোটের বেলায় কপালপোড়ে তার।

সাংবাদিকদের কম সমর্থন তার অদক্ষতার বর্হি:প্রকাশ ঘটে।
সংক্ষুব্ধ একাধিক সাংবাদিক জানান, মহব্বত হোসেন ছিল আওয়ামী লীগের পক্ষের দালাল সাংবাদিক।
কোটি কোটি টাকার মালিক হয়েছে।
তারা জানান, মহব্বত হোসেন মনে করছে তিনি যে নীলনকশা চালাচ্ছে তা বাস্তবায়ন করবে, তা মোটেই সম্ভব নয়। কারণ সাংবাদিকদের ঐক্যমত ও ঐক্যবদ্ধতার কাছে একক মহব্বত হোসেন কিছু নয়।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

রাজধানীর গুলশান রাজউকের এস্টেট শাখায় উপ-পরিচালক লিটন সরকারকে ঘিরে অনিয়মের অভিযোগ, ফাইল গায়েব থেকে বিতর্কিত অনুমোদন

আওয়ামী লীগ নেতা-এমপি ও মেয়রদের পুঁজি করে মহব্বত হোসেন কোটিপতি!

আপডেট সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালিত হয় মহব্বত হোসেনের নেতৃত্বে, বিএনপি নামদারি বিলুপ্ত প্রায় জনৈক নেতার সমন্বয়ে চলছে এসব কান্ডকারখানা।

কখনো খাল বেদখল উচ্ছেদের নামে, কখনো নদী বেদখল উচ্ছেদের অজুহাত দেখিয়ে। তারা একটি সিন্ডিকেট ও বলয় তৈরি করে লোক দেখানো কাজ হাতে নিয়েছে। এসব এর সাথে ওতপ্রোতভাবে জড়িত মহব্বত হোসেন।
এর আগে আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার, সাবেক মেয়র মিরন- সিরাজুল ইসলাম আলমগীর ও এমপি ছোট মনির-জোয়াহেরের টাকায় চলতো মহব্বত হোসেন এর এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কিন্তু এখন তড়িঘড়ি করে মহব্বত হোসেন এর সহযোগী ও নামদারী নেতা সেজে হামিদুল হক মোহন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী পালন করতেও দেখা গেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেনের হয়ে সরাসরি নির্বাচনে প্রচারণা করেন এনটিভি ও আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ছানোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহব্বত হোসেন।

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলন ধমাতে ছাত্রজনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন টাঙ্গাইল -২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনি ও তার ভাই বড়মনি৷ আর সেই গুলির নির্দেশ সহযোগিতা করেন ছোট মনিরের বন্ধু এনটিভি ও আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনি মহব্বত হোসেন। মহব্বত হোসেনের পরামর্শ ক্রমেই গুলির নির্দেশ দেন ছোট মনির। টাঙ্গাইলে লোকমুখে শোনা যায়, সরকার পতনের পর ছোটমনিরকে আশ্রয় দিয়েছিলেন সাংবাদিক মহব্বত হোসেন। পরে ছোট মনিরকে একটি নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে সহযোগিতা করেন সাংবাদিক মহব্বত হোসেন। আর এই ছোটমনিরের সাথে মনের আনন্দে সেলফি তুলেছিলেন মহব্বত হোসেন।

নির্ভরযোগ্য সুত্র জানায়, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অযোগ্য সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী হত্যা মামলার আসামি মুজাম্মেল
হকের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে তৈলবাজ সাংবাদিক মহব্বত হোসেনের।

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি অফিস ভাংচুর এর পর থেকে এসব সিন্ডিকেটধারীরা ঘাপটি মেরে চলছেন।

তবে মহব্বত হোসেন এর সাথে সখ্যতা বজায় রাখা জনৈক সাংবাদিক তার দৈনন্দিন বাজার, মাসিক খরচ, ব্যাংক হিসাব এর বিষয় জানতে চাওয়া হলে নাম না প্রকাশের শর্তে জানান, আওয়ামী লীগের নেতাদের পুঁজি করে মহব্বত হোসেন কোটি টাকা প্লাস একাউন্টে জমা করেছেন। সিজনালি অবৈধ বালুর ঘাট থেকে তার লাখ লাখ টাকা আসে। মহব্বত হোসেন এর মাসিক খরচ লাখের উপরে। তিনি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় প্রতিনিধি, সম্প্রতি এ্যাড দেয়, এনটিভির স্টাফ করেসপনডেন্ট মহব্বত হোসেন কতই বা বেতন পান।
অবৈধ পথের বা ধান্দাবাজির টাকায় চলে এসব। তন্মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর এমপিদের সাথে সখ্যতা বজায় রেখে কোটি কোটি টাকার মালিক সেজেছেন তিনি।
মহব্বত হোসেন টাঙ্গাইলের সাংবাদিক সমাজে স্বার্থপর, সুবিধাবাদী, খাই খাই সাংবাদিক হিসাবে পরিচিত।
আক্ষেপ করে জনৈক সাংবাদিক নাম না প্রকাশের শর্তে জানান, একদিন নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে কাশিল গ্রামে তার ডাকে গিয়েছিলাম, পারিশ্রমিক দেয়া হয়েছিল প্রার্থীর পক্ষ থেকে আমাদেরকে দেয়ার জন্য।
কিন্তু দায়িত্ব পেয়ে মহব্বত হোসেন কে দেয়া সে পারিশ্রমিকের টাকা এককভাবে আত্মসাৎ করে।
এছাড়া, টাঙ্গাইল প্রেসক্লাবে মহব্বত হোসেন নির্বাচনে সম্পাদক প্রার্থী হয়ে ভোটের বেলায় কপালপোড়ে তার।

সাংবাদিকদের কম সমর্থন তার অদক্ষতার বর্হি:প্রকাশ ঘটে।
সংক্ষুব্ধ একাধিক সাংবাদিক জানান, মহব্বত হোসেন ছিল আওয়ামী লীগের পক্ষের দালাল সাংবাদিক।
কোটি কোটি টাকার মালিক হয়েছে।
তারা জানান, মহব্বত হোসেন মনে করছে তিনি যে নীলনকশা চালাচ্ছে তা বাস্তবায়ন করবে, তা মোটেই সম্ভব নয়। কারণ সাংবাদিকদের ঐক্যমত ও ঐক্যবদ্ধতার কাছে একক মহব্বত হোসেন কিছু নয়।


প্রিন্ট