চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইরান বাদশা (২৪), নুরুল ফায়েজ পিয়াল ওরফে নুরাল ফায়েজ পিয়াল (২৮), মোঃ জোবায়ের আহমেদ নিরব (২৩), মোঃ ফয়সাল (২২), মনির হোসেন (২৪) এবং মোঃ সাহেদ (১৮)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, “পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্যকে আঘাত করার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তকৃত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিনই অভিযান চালিয়ে প্রথম দফায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজকের অভিযানে আরও ৬ জন ধরা পড়ায় গ্রেফতার মোট সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
স্থানীয়রা জানান, হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বন্দর থানার আওতাধীন এলাকায় পুলিশের এসআই কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হন। ওই ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করছে।
প্রিন্ট