ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সোনালী ব্যাংকের একাউন্ট হোল্ডসহ নানা অনিয়মের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে Logo রাজনৈতিক ঐক্য আরো সংহত করতে হবে সম্পাদকীয় Logo ক্রিকেটের উন্নতির চেয়ে ‘চেয়ার ধরে রাখায় ব্যস্ত ছিলেন’ ফারুক Logo কিশোরগঞ্জে জেলার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা: গোলাম পরওয়ার Logo আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: চার্জ গঠন আদেশ ২১ আগস্ট Logo ২২ বছরে ১১ স্বামীকে খুন! Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে : প্রধান উপদেষ্টা Logo আশুলিয়ায় একটি দোকানে দুর্ধর্ষ চুরি: পুলিশ নিরব ভূমিকায় Logo একটি ব্যাংকের মোট ঋণের ৯৫ শতাংশই খেলাপি: অর্থ উপদেষ্টা

ক্রিকেটের উন্নতির চেয়ে ‘চেয়ার ধরে রাখায় ব্যস্ত ছিলেন’ ফারুক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১ ১০.০০০ বার পড়া হয়েছে

গত বছরের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ২৮১ দিন দায়িত্ব পালনের পর সভাপতির চেয়ার থেকে বিদায় নেন তিনি।

চলতি বছরের মে মাসে মিরপুরে বিসিবির কার্যালয়ে এক জরুরি সভায় বিসিবির ১৮তম সভাপতি হিসেবে বোর্ড পরিচালকরা নির্বাচিত করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ৫৭ বছর বয়সি আমিনুল ইসলাম বুলবুলকে। সভায় নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহসভাপতি নির্বাচিত করা হয়। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। মাত্র চার মাসের জন্য দায়িত্ব গ্রহণ করলেন বুলবুল।

সম্প্রতি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দীনের ‘ঠিকানায়’ অনুষ্ঠানের এক পর্যায়ে ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদকে সরানোর ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের যে ক্রমাগত অবনতি এবং আমি দেখেছি যে, ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হয়ে আসা যায়, সেজন্য ক্লাব কীভাবে নেওয়া যায় (পক্ষে) এবং বিজনেসের দিকেই তার আগ্রহটা বেশি দেখা গেছে। আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন উইথড্র করতে পারে। আমরা সেটাই করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি, যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট।’

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওডিআই খেলা আমিনুল ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন। অস্ট্রেলিয়া প্রবাসী আমিনুল গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন।

বিসিবিতে আসার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হবে।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংকের একাউন্ট হোল্ডসহ নানা অনিয়মের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

ক্রিকেটের উন্নতির চেয়ে ‘চেয়ার ধরে রাখায় ব্যস্ত ছিলেন’ ফারুক

আপডেট সময় ০৮:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

গত বছরের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ২৮১ দিন দায়িত্ব পালনের পর সভাপতির চেয়ার থেকে বিদায় নেন তিনি।

চলতি বছরের মে মাসে মিরপুরে বিসিবির কার্যালয়ে এক জরুরি সভায় বিসিবির ১৮তম সভাপতি হিসেবে বোর্ড পরিচালকরা নির্বাচিত করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ৫৭ বছর বয়সি আমিনুল ইসলাম বুলবুলকে। সভায় নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহসভাপতি নির্বাচিত করা হয়। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। মাত্র চার মাসের জন্য দায়িত্ব গ্রহণ করলেন বুলবুল।

সম্প্রতি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দীনের ‘ঠিকানায়’ অনুষ্ঠানের এক পর্যায়ে ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদকে সরানোর ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের যে ক্রমাগত অবনতি এবং আমি দেখেছি যে, ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হয়ে আসা যায়, সেজন্য ক্লাব কীভাবে নেওয়া যায় (পক্ষে) এবং বিজনেসের দিকেই তার আগ্রহটা বেশি দেখা গেছে। আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন উইথড্র করতে পারে। আমরা সেটাই করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি, যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট।’

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওডিআই খেলা আমিনুল ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন। অস্ট্রেলিয়া প্রবাসী আমিনুল গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন।

বিসিবিতে আসার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হবে।


প্রিন্ট