৯ আগস্ট ২০২৫, শনিবার, ২:০১ অপরাহ্ন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ভৈরবে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
ভৈরবী তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর সুমন মোল্লা, প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সোহেল, এটিএন বাংলার তুহিন মোল্লা, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, দৈনিক ভোরের ডাক ও জিটিভির এম এ হালিম, বাংলা টিভির এম আর সোহেল, দৈনিক খবরপত্রর আবদুর রউফ, মানবকণ্ঠর আক্তারুজ্জামান আক্তার ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা মোঃ জামাল উদ্দিন।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক হত্যা গোটা সমাজের জন্য বড় হুমকি। একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ ও সারা দেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
প্রিন্ট