জুলাই শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে রচনা,চিত্রাঙ্কন,উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি হলরুমে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা স্কাউটস ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্কাউট এর যুগ্ন সাধারণ সম্পাদক দিপু, জেলা স্কাউটস এর সহকারী কমিশনার মাহাবুব হোসেন তুহিন, সহকারী কমিশনার মিলন ও সোহরাব, জেলা স্কাউটস এর কোষাধক্ষ সুচরিতা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কাব স্কাউটস ও স্কাউটস সদস্যরা উপস্থিত
প্রিন্ট