ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের এই পুরস্কার বিতরণ করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক শেখ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (বিশেষ শিক্ষা শাখা) মোঃ তারিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ড. গৌতম কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ রমজান আলী, চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ উমর আলী, নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের এসএসসি ও এইচএসসি পাস করা ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট