সাবেক শিবির নেতা ডা: মিজানের নেতৃত্বে আওয়ামী লীগ-জামাত সিন্ডিকেটে গড়ে উঠছে অনুমোদনহীন সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল। খবর পেয়ে অভিযান চালিয়ে অনুমোদন না পাওয়ার আগে উদ্বোধন না করার নির্দেশ দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজার এলাকায় সাবেক শিবির নেতা ডা: মিজানুর রহমানের নেতৃত্বে জামাত ও আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে গড়ে উঠছে সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল।
অভিযোগ রয়েছে, এই হাসপাতাল নির্মানে চেয়ারম্যান হিসেবে ডা: মিজানুর রহমান দায়িত্ব নিলেও মূল মূল ইনভেস্টরস হিসেবে রয়েছে বটতলী, বারশত, জুঁইদন্ডী ও রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা। এছাড়াও জামাত ও শিবিরের দায়িত্বশীল- কর্মীরা শেয়ারহোল্ডার হিসেবে রয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার এই অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন না নিয়ে উদ্বোধন না করতে সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন না থাকায় বটতলীর জনসেবা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কালাবিবির দিঘি এলাকায় প্রিমিয়ার মেটারনিটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, অনুমোদন পাওয়ার আগে ট্রমা সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধনের সুযোগ নেই।
প্রিন্ট
চট্টগ্রাম প্রতিনিধি : 




















