*হিন্দু সম্প্রদায়ের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করলেন ড. রেজাউল করিম*

- আপডেট টাইম : ০৯:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৫ ১৫০.০০০ বার পাঠক
হিন্দু সম্প্রদায়ের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করে সাম্প্রদায়িক সম্প্রতির বিরল দৃষ্টিান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি লক্ষীপুর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম।
রেজাউল করিমের এই উদ্যোগ লক্ষীপুর সহ সারাদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গতকাল বুধবার ১৯ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ থানার মান্দারী, হাজিরপাড়া, উত্তর জয়পুর ইউনিয়নে বিভিন্ন স্পটে হিন্দু মুসলিম নির্বিশেষে পাঁচ শতাধিক পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করেন। তিন হাজার টাকা মুল্যমানের এই প্যাকেজে ২৫ কেজি চাল, তেল, ডাল লবন, ছোলা, হলুদ মরিচ চিনি সহ বিভিন্ন ইফতার সামগ্রী ছিল।
দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন,লক্ষীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, চন্দ্রগন্জ থানা জামায়াতের সেক্রেটারি এড রেজাউল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোঃ হাসনাইন, পালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি তাফাজ্জল হোসেন আজাদ, শিক্ষক ইসমাইল জবিউল্লাহ বিএসসি, মান্দারি জামায়াতের আমির মাওলানা মাহফুজুল ইসলাম, চৌপল্লী ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদ, শ্রমিক কল্যান চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান সজিব প্রমুখ।
এসময় ড.রেজাউল করিম বলেন দলমত নির্বিশেষে সকলকে নিয়ে তিনি সুখি সমৃদ্ধ উন্নত লক্ষীপুর গড়তে চান। যার জন্য সকলের সহায়তা কামনা করেন। দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে লক্ষ্মীপুরে কল্যানে সকলে এক এবং অভিন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এ-সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. রেজাউল বলেন,
কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। কারা এ হামলা ঘটিয়েছে এটা সবাই জানে। আমাদের আহবান ব্লেইম গেইম রাজনীতি বন্ধ করে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন।