স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০৭:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ৩৮২ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে নিজ দায়িত্বে ছিলেন অবিচল। ২৭ জানুয়ারি ২০২১ বিকাল চারটার কিছুটা পরে, প্রধনমন্ত্রীর উপস্থিতিতে যে পাঁচজন প্রথম করোনার টিকা নিয়েছেন তাদের মধ্যে একজন ডা. নাসিমা সুলতানা।
প্রথম দিনেই ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, যেভাবেই হোক মানুষের মধ্যে একটা অপপ্রচার ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে অন্য কর্মীদের বলবো ভ্যাকসিন নেওয়ার কথা, আমি যদি না নিয়ে বলি তাহলে সেটা হয়তো সঠিক হবে না। আমি আমার পরিবার, সহকর্মীদের জানাইনি। আমি নিজে থেকেই সংকল্প করেছি। ভ্যাকসিন নিলে মানুষের যে ক্ষতি হবে এই অপপ্রচার বন্ধ হবে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডা. নাসিমা সুলতানা নিজের ফেসবুকে করোনা আক্রান্ত হবার খবরটি নিশ্চিত করেন। ডাক্তার নাসিমা সুলতানার উনার ফেসবুকে লিখেছেন, ‘ বিরতীহীন ভাবে একটানা ৩৬৫ দিনের বেশী অফিস করবার পর উপসর্গ সহ করোনা আক্রান্ত হলাম।মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।আমিন।