সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ৩০৫ ১৫০.০০০ বার পাঠক
রাঙ্গামাটি রিপোর্টার।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকায় অস্ত্রধারীদের গুলিতে জেএসএস এর প্রতিপক্ষ (সংস্কারপন্থী) এক কর্মী নিহত হয়েছে । মঙ্গলবার শেষ রাতের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস এর প্রতিপক্ষ (সংস্কারপন্থী) উভয় পক্ষের অস্ত্রধারীরা আধিপত্য তিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার শেষ রাতের দিকে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কার দলে কর্মী বিশ্বমিত্র চাকমা প্রকাশ যুদ্ধ চাকমা নিহত হয়। এ ঘটনায় সেখানে ভীতির মধ্যে রয়েছে সাধারণ জনগণ।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন হত্যাকান্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
আরো খবর.......