রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

- আপডেট টাইম : ০৬:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ১৩৮ ১৫০০০.০ বার পাঠক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।
রুহুল কবির রিজভী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কতৃর্ক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত অবস্থায় আছেন এবং যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে এ সকল তামাশার নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুষ্পষ্ট অভিযোগ রয়েছে তাদের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।
তিনি আরও জানান, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।