নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত

- আপডেট টাইম : ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ৯ ৫০০০.০ বার পাঠক
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে
২৬ মার্চ সকালে সূর্য্যদয়ের সাথে উপজেলা পরিষদের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসন, এরপর মুক্তিযোদ্ধা সংসদ, ফুলবাড়ী থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান,সাংবাদিক সংগঠনসহ ব্যক্তি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ বেদীতে।
একইভাবে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারেও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
পরে ফুলবাড়ী সরকারি মাঠে আয়োজিত কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম প্রমুখ।