গাজীপুরের পূবাইলে ঈদ বোনাসকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাংবাদিক ধস্তা ধস্তি

- আপডেট টাইম : ০২:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ১৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় এক ব্যবসায়ী নাম মোঃ করিম (৫৬) এর সাথে পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম সহ অত্র ক্লাবের আরো একজন সাংবাদিক ছিলেন । বৃহস্পতিবার (২৭ শে মার্চ ২০২৫) ভুক্তভোগী জানান দুপুরের সময় উক্ত ঘটনাটি সংঘটিত হয় । ব্যবসায়ী ও সাংবাদিকের মধ্যে ধস্তা ধস্তি সংগঠিত হওয়ার ১ ঘন্টা পর সাংবাদিক দ্বয়রা এসে পুনরায় উক্ত ব্যবসায়ীকে পূবাইল থানা পুলিশের এএসআই মোস্তফার সামনে হুমকি প্রদান করেন এবং বলেন ঈদের পূর্বেই তোকে এখান থেকে বিতাড়িত করব ঈদ বোনাস (চাঁদার টাকা) না দিলে, ভুক্তভোগীর দোকানের সামনে গিয়ে বলেন আমাকে চিনেন আমি পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম, আমি বলি আপনাকে আমি চিনি না, সাংবাদিক বলেন ঈদ বোনাস (চাঁদা)দেন । পরবর্তীতে পূবাইল থানার এএসআই মোস্তফার সাথে যোগাযোগ করলে উনি বলেন উক্ত ঘটনাটি সত্য যাহা আমার সম্মুখে সংঘটিত হয়েছে । উনার মাধ্যমে জানতে পারি পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম ও তার সাথের আরেক সাংবাদিক কে নিয়ে হুন্ডাযোগ উক্ত ঘটনাটি ঘটিয়েছে । পূবাইল থানার এএসআই মোস্তফা আরো বলেন আমি রবিউলের সাথে যোগাযোগ করে বলতেছি উক্ত ঘটনাটি মীমাংসা করতে । অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ব্যবসায়ী মোঃ করিম(৫৬) নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন এরকম একটি ঘটনা সংঘটিত হয়েছে আমি খবর পেয়েছি ,যদি ভুক্তভোগী অভিযোগ করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ।