সংবাদ শিরোনাম ::
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন শুরু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট টাইম : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৮৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সকল থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মো. মাহবুব আলম।
সোমবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোডে এক ব্রিফিং-এ কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ থানার ভেতরে ও বাইরে কাজ করছে। পুড়ে যাওয়া থানা ও পুলিশ বক্সগুলোর কাজ অন্য জায়গা থেকে পরিচালিত হচ্ছে। সব কিছু ঠিক হতে ২/১ দিন সময় লাগবে।
জিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে। থানায় ও এলাকায় পুলিশি কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত থানা ও পুলিশ বক্স মেরামতের আগ পর্যন্ত বিকল্পভাবে কাজ শুরু করা হয়েছে।
কয়েক দিনের ঘটনায় ভেঙে যাওয়া পুলিশের মনোবল ফিরে আসছে। আশা করছি ২/১ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে মনে করছেন জিএমপি কমিশনার।
আরো খবর.......