এক সময়ের বিশ্বস্ত আওয়ামী লীগ কর্মী প্যারালাইস্ট হয়ে রাস্তায় পড়ে ভিক্ষা করছেন
- আপডেট টাইম : ০৬:২১:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি দিনাজপুর।।
৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর এলাকার মৃত কুনজুর পুত্র মোঃ নুরল ইসলাম গোপনে / প্রকাশ্যে আওয়ামী লীগের হয়ে মাঠে কাজ করেছেন এবং আওয়ামী লীগের যে কোনো নির্বাচনে তিনি নীজ এলাকায় অগ্রনি ভুমিকা রেখেছিলেন। দারিদ্রতার কারনে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি স্থাপিত হবার পর তিনি সেখানে দিনমজুর হিসেবে ঝাড়ুদারের কাজ নেন। বয়সবৃদ্ধির কারনে কিছুদিন ঝাড়ুদারের কাজ করার পর শারীরিক অক্ষমতার
কারনে সে কাজ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এর মাঝে তার স্ত্রী মারা যায়। তার এক ছেলে দারিদ্রসীমার নিচে জীবন যাপন করেন। একটি মেয়ে ছিল যাকে এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করে বিয়ে দেন। তিনি অসহায় হয়ে একাকিত্ব জীবন যাপন করা শুরু করেন।
এরমাঝে হটাৎ তিনি প্যারালাইস রোগে আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি জয়নগর এলাকার সাধারণ জনগনের উপর নির্ভরশীল। দয়াকরে যদি কেউ তাকে খাবার এনে দেয় তবে খাওয়া হয় না দিলে অনাহারে দিন চলে যায়। তাছাড়া বাড়ি থেকে নিজে বাহির হয়ে রাস্তার পাশে এসে মানুষের নিকট হাতপেতে সাহায্য চাওয়ার শক্তিটুকুও তার শরীরে নেই। প্রতিদিন এলাকার দয়াবান ব্যক্তিগন তাকে বাড়ি হতে রাস্তার পাশে নিচে আসেন এবং সন্ধায় বাড়িতে পৌঁছে দেন।এভাবে তাকে এলাকার মানুষ কতদিন চালাবে। বর্তমানে তার একটা হুইলচেয়ার অতি প্রয়োজন, তাছাড়া তার খাবার ও চিকিৎসার বড় অভাব। তার সঙ্গে সাক্ষাতে কথা বলতে গেলে তিনি তার অতিতের দলিয় স্মৃতিচারন করতে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করেন। তিনি তার প্রিয় নেতা দিনাজপুর ৫ এর মাননীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী জননেতা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজারের ও সমাজের বিত্তবানব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আকুতি জানান।এবং তার প্রান প্রিয় নেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান।।
নিন্মে তার সাহায্যের জন্য বিকাশ ও নগদ পারসোনাল অ্যাকাউন্ট নং ০১৭৫১৪৬৫১৯৫।