কাশিমপুর প্রেসক্লাবের ৭ সাংবাদিকের পদত্যাগ
- আপডেট টাইম : ০৯:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৭ ৫০০০.০ বার পাঠক
নানা অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি, স্বৈরাচারীতা এবং সাংবাদিকদের অবমাননা এবং সংবাদ প্রকাশের জেরে অপরাধীদের সাথে আতাত করে নিজ ক্লাবের সহকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ তুলে কাশিমপুর প্রেসক্লাবের বর্তমান নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য সহ ৭ জন সাংবাদিক এক যোগে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিমপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সহকর্মীদের সামনে সোস্যাল মিডিয়ায় ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন কাশিমপুর প্রেসক্লাবের সাবেক তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. হাসান সরকার । এর পরে সন্ধ্যায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের কাছে একটি লিখিত পত্রে একযোগে ৭ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগপত্র জমা দেয়া হয়।
কাশিমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান সরকার বলেন, কাশিমপুর প্রেসক্লাবের কমিটির সভাপতি আমজাদ হোসেন ক্রমান্বয়ে একাধিকবার গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড চালিয়ে আসছেন। এবং তিনি বড় ছোট বিভিন্ন প্রতিষ্ঠান