লক্ষীপুরে ফেসবুক পোস্টের মন্তব্য কে কেন্দ্র করে গভীর রাতে ইবি শিক্ষার্থীর বাড়ী ঘেরাও

- আপডেট টাইম : ০৯:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২৫ ৫০০০.০ বার পাঠক
লক্ষীপুরের চন্দ্রগন্জের হাজিরপাড়ার পুর্ব আলাদাদপুর গ্রামের ছাত্রদল নেতা তানজিল আহমেদ রাছেলের পোস্টে মন্তব্য কে কেন্দ্র করে একই গ্রামের কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী
ইয়াসিন আরাফাতের বাড়ী ঘেরাও করে আতংক তৈরীর অভিযোগ উঠেছে হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে, জানা যায় গত পাঁচ এপ্রিল
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে শিবির নেতার সাথে চন্দ্রগন্জ ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারির বাকবিতণ্ডাকে কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতাকর্মীদের রাস্তা অবরোধ সংক্রান্ত নিউজ ফেসবুকে শেয়ার করে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহবায়ক এ্যানী চৌধুরীর ব্যাক্তিগত সহকারী তানজিল রাসেল। সুত্র জানায় ঐ নিউজে মন্তব্য করায় হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ইয়াসিন আরাফাতের বাড়ীঘেরাও করে তাকে মারধরের সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু জুলাই আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয়ায় তাকে মারধর না করে ধমকের সুরে সতর্ক করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাই, সদস্য সচিব তুহিন চৌধুরী, চন্দ্রগন্জ থানা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল আহাদ সহ বিএনপির বিভিন্ন পযার্য়ের কয়েক ডজন নেতাকর্মী। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিএনপির এমন তৎপরতায় এলাকাবাসী সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে জানতে চাইল নাম প্রকাশে অনিচ্ছুক চন্দ্রগন্জ থানা বিএনপির এক নেতা জানান তানজিল রাছেল এ্যানি চৌধুরীর কাছের মানুষ হিসেবে তানজিল রাছেলের পোস্টে ইয়াছিন আরাফাতের নেতিবাচক মন্তব্যে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়, যার পরিপ্রেক্ষিতে সিনিয়র নেতারা ইয়াসিনের বাড়ীতে গিয়ে এধরণের মন্তব্য পরিহার করার আহবান জানান।
ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন বাকস্বাধীনতা হরণ করার যে কোন অপচেষ্টা কে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।