ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
নারী শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করে ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দেশের শ্রমজীবী সমাজ তাদের হাতকে শক্তিশালী হাতিয়ারে পরিণত করবেনঃ অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ গাজীপুরে সওজ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ দাম কমল জ্বালানি তেলের প্রতি লিটারে ১ টাকা মিরাজ–কীর্তিতে বাংলাদেশের ইনিংস জয়, সিরিজ ড্র ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতে নিয়েছেন ৫ উইকেট মোংলায় সাংবাদিক পরিবারের সদস্যের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত একজন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার উদ্যোগে এক বিশাল দাওয়াতী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

গাজীপুরে সওজ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : ০২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ২ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে এসব দখলদাররা আরও শক্তপোক্ত ভাবে দখল করছে মূল্যবান সরকারি সম্পদ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অভিযান পরিচালনা করার কথা থাকলেও তার কোন কার্যক্রম দেখা যায়নি। গাজীপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আজ উচ্ছেদ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট পাইনি বলে আজকের উচ্ছেদ অভিযান করা সম্ভব হয়নি। তিনি এও বলেন, যারা অবৈধ স্থাপনা তৈরি করেছে তারা নিজেরাই বলেছে তিন চার দিনের মধ্যে সব সরিয়ে নিবে। যার কারণে আজকে আমরা অভিযান স্থগিত করেছি।

এর আগে, গত ২৪ এপ্রিল গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলমের স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ এপ্রিলের মধ্যে গাজীপুরের মাওনা থেকে ধামরাই আঞ্চলিক সড়ক, চন্দ্রা নবীনগর সড়কসহ কালিয়াকৈর বাস টার্মিনাল ও আশপাশের এলাকার স্থায়ী ও অস্থায়ী সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হলো। অন্যথায় আগামী ৩০ এপ্রিল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে গোপন একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের কার্যালয়ে সড়ক ও জনপথ দখলে নেতৃত্ব দেয়া নেতাদের দেনদরবারে উচ্ছেদ কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে। যার ফলে উল্লেখিত এসব এলাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে লাগামহীন ভাবে গড়ে উঠা অন্তত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনার মালিকরা অনেকটাই শক্তপোক্ত ভাবে দখলের ইন্ধন পেয়েছেন।

এসব বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি৷ তবে তার অফিস সহকারী নাম প্রকাশ না করে বলেন, স্যার কোন গণ মাধ্যমকর্মীদের ফোন ধরেন না৷

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে সওজ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

আপডেট টাইম : ০২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে এসব দখলদাররা আরও শক্তপোক্ত ভাবে দখল করছে মূল্যবান সরকারি সম্পদ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অভিযান পরিচালনা করার কথা থাকলেও তার কোন কার্যক্রম দেখা যায়নি। গাজীপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আজ উচ্ছেদ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট পাইনি বলে আজকের উচ্ছেদ অভিযান করা সম্ভব হয়নি। তিনি এও বলেন, যারা অবৈধ স্থাপনা তৈরি করেছে তারা নিজেরাই বলেছে তিন চার দিনের মধ্যে সব সরিয়ে নিবে। যার কারণে আজকে আমরা অভিযান স্থগিত করেছি।

এর আগে, গত ২৪ এপ্রিল গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলমের স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ এপ্রিলের মধ্যে গাজীপুরের মাওনা থেকে ধামরাই আঞ্চলিক সড়ক, চন্দ্রা নবীনগর সড়কসহ কালিয়াকৈর বাস টার্মিনাল ও আশপাশের এলাকার স্থায়ী ও অস্থায়ী সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হলো। অন্যথায় আগামী ৩০ এপ্রিল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে গোপন একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের কার্যালয়ে সড়ক ও জনপথ দখলে নেতৃত্ব দেয়া নেতাদের দেনদরবারে উচ্ছেদ কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে। যার ফলে উল্লেখিত এসব এলাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে লাগামহীন ভাবে গড়ে উঠা অন্তত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনার মালিকরা অনেকটাই শক্তপোক্ত ভাবে দখলের ইন্ধন পেয়েছেন।

এসব বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি৷ তবে তার অফিস সহকারী নাম প্রকাশ না করে বলেন, স্যার কোন গণ মাধ্যমকর্মীদের ফোন ধরেন না৷