বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার উদ্যোগে এক বিশাল দাওয়াতী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০১:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৬ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার ৩, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ দাওয়াতী সভা মোংলার এক নম্বর জেটির মেইন রোডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০শে এপ্রিল ২০২৫) বিকাল ৪টায় শুরু হওয়া এ সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং রামপাল-মোংলার গণমানুষের প্রিয় নেতা এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী। দাওয়াতী বক্তব্য রাখেন পৌর নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি এডভোকেট মোঃ হোসেন, সাবেক পৌর আমীর আলহাজ্ব আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পৌর জামাতের সহ- সেক্রেটারী মো: আবিদ হাসান, বাগেরহাট জেলার সাবেক ছাত্র নেতা ও সহ – সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, ৭ নং ওর্য়াড জামায়াতের সভাপতি মাওলানা ওমর ফারুক, ইকবাল হোসেন, ৩ নং ওর্য়াড জামায়াতের সভাপতি মো: আলি আকবর, পৌর শুরা ও কর্ম পরিষদের সদস্য মো: আনিছুর রহমান, মোংলা পৌর জামায়াতের ৫ নং ওর্য়াডের সভাপতি মোঃ জসিম খন্দকার, মোংলা পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি মো:মঈন উদ্দিন মিলন(এম,এ), মোংলা পৌর ওলামা বিভাগের সভাপতি মাও: আব্দুর রহমান, ৩ নং ওর্য়াড জামাতের সেক্রেটারি বায়জিদ হোসেন, ৭ নং ওর্য়াড জামায়াতের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ৬ নং ওর্য়াড জামায়াতের সেক্রেটারি মো: লোকমান হোসেন, ৭ নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তাফাসহ অন্যান্য নেতাকর্মীরা। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, এবং ইসলামী রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান। আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কাঠামো মজবুত করার পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।