ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা বিশ্ব মুক্ত সাংবাদিক দিবস জামালপুরে আমের ফলন কমার আশংকা আজমিরীগঞ্জে জনৈক এক নারীকে ইভটিজিং, মোবাইল কোর্টের জেল ও জরিমানা ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ জামালপুরে হাত পাখা শিল্পের প্রসার

দৌলতপুরে ৫০০গ্রাম গাজা সহ আটক এক জন

দৌলতপুর থানার জিয়নপুর ইউনিয়নের(চরিডাংগা)গ্রামের হেলাল উদ্দিন বহুদিন ধরেই গাজা বেচা কেনা করে আসছিলো,দৌলতপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃসফিকুল ইসলাম মোল্যার দিকনির্দেশনায়,

দৌলতপুর থানাধীন জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা) সাকিনস্থ আসামী হেলাল উদ্দিন (৫৫) এর বসত বাড়ীর উঠান।
বাদী এসআই (নিঃ) মনোরঞ্জন সরকার (বিপি-৭৯৯৯০৩৬২৭৫) সংগীয় এসআই (নিঃ) নাজমুল আলম, এএসআই (নিঃ) লিটন বর্মন হৃদয়, কং/৮৪২ রিপন রাজবংশী, কং/৫০০ মোঃ তানজিল হোসেন, সর্ব কর্মস্থল- দৌলতপুর থানা, মানিকগঞ্জ, ধৃত আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৫৫), পিতা-মৃত বুলাই শেখ, সাং-জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা), ইউপি-জিয়নপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ এবং তাহার নিকট হইতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/- টাকা সহ থানায় হাজির হইয়া উক্ত আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদী সংগীয় অফিসার ফোর্সসহ দৌলতপুর থানার সাধারণ ডাইরী নং-২১৬, তারিখ-০৫/০৯/২০২৩ খ্রিঃ মূলে দৌলতপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে ইং-০৫/০৯/২০২৩ তারিখ রাত্র ২০.১০ ঘটিকার সময় জিয়নপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পান যে, অত্র দৌলতপুর থানাধীন জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা) সাকিনস্থ আসামী হেলাল উদ্দিন (৫৫) এর বসত বাড়ীতে উক্ত মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত পূর্বক সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৫/০৯/২০২৩ তারিখ রাত্র ০৮.৩০ ঘটিকার সময় অত্র দৌলতপুর থানাধীন জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা) সাকিনস্থ আসামী হেলাল উদ্দিন (৫৫) এর বসত বাড়ীর উঠানে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশী কালে ধৃত আসামীর ডান হাতে ধরা অবস্থায় বাজারের ব্যাগে রক্ষিত প্লাষ্টিকের কৌটার ভিতরে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/- টাকা পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে উদ্ধার পূর্বক ইং-০৫/০৯/২০২৩ তারিখ রাত্র ০৮.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই সঙ্গে থাকা ডিজিটাল ওজন পরিমাপক নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করেন এবং বর্ণিত আলামত হইতে যথাক্রমে ০৫ (পাঁচ) গ্রাম গাঁজা পৃথক ভাবে খাকি খামের ভিতরে রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা করেন এবং উক্ত খামে যথাক্রমে “ক” চিহ্ন দ্বারা সনাক্ত করেন। অতঃপর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করিয়া জব্দ তালিকায় এবং “ক” চিহ্নিত খাকি খামের উপর উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরসহ কং/৮৪২ রিপন রাজবংশীর স্বাক্ষর নেয় এবং নিজেও স্বাক্ষর করেন। ধৃত আসামীসহ জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়াছে বলিয়া উল্লেখিত সাক্ষীদের সামনে স্বীকার করে। ধৃত আসামী উক্ত এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা এর ব্যবসা করিয়া আসিতেছে বলিয়া জনশ্রুতি রহিয়াছে। ধৃত আসামী অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) ধারার অপরাধ করিয়াছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর দেহ তল্লাশীর পূর্বে উপস্থিত বর্নিত সাক্ষীদের দ্বারা বিধি মোতাবেক আমাদের দেহ তল্লাশী করতঃ পরবর্তীতে আসামীর দেহ তল্লাশী করা হয়।
ভিকটিমের সংখ্যা ও নামঃ নাই।
উদ্ধারঃ ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/- টাকা।
আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানা: ১. (1NM2) মোঃ হেলাল উদ্দিন(৫৫), পিতা-মৃত বুলাই শেখ ,পুলিশকে প্রদত্ত: গ্রাম- জিয়নপুর (সাং-জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা)) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -মানিকগঞ্জ, বাংলাদেশ
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ১. (1NM2) মোঃ হেলাল উদ্দিন(৫৫), পিতা-মৃত বুলাই শেখ ,পুলিশকে প্রদত্ত: গ্রাম- জিয়নপুর (সাং-জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা)) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -মানিকগঞ্জ, বাংলাদেশ
গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): দৌলতপুর থানার মামলা নং-০২, তারিখ-০৫/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক)
তদন্তকারী কর্মকর্তাঃ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রোস্তম আলী-৭৪৯২০২৭৪৭২ মামলাটি তদন্ত করিবেন ।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা

দৌলতপুরে ৫০০গ্রাম গাজা সহ আটক এক জন

আপডেট টাইম : ০৮:০৯:৩১ পূর্বাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

দৌলতপুর থানার জিয়নপুর ইউনিয়নের(চরিডাংগা)গ্রামের হেলাল উদ্দিন বহুদিন ধরেই গাজা বেচা কেনা করে আসছিলো,দৌলতপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃসফিকুল ইসলাম মোল্যার দিকনির্দেশনায়,

দৌলতপুর থানাধীন জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা) সাকিনস্থ আসামী হেলাল উদ্দিন (৫৫) এর বসত বাড়ীর উঠান।
বাদী এসআই (নিঃ) মনোরঞ্জন সরকার (বিপি-৭৯৯৯০৩৬২৭৫) সংগীয় এসআই (নিঃ) নাজমুল আলম, এএসআই (নিঃ) লিটন বর্মন হৃদয়, কং/৮৪২ রিপন রাজবংশী, কং/৫০০ মোঃ তানজিল হোসেন, সর্ব কর্মস্থল- দৌলতপুর থানা, মানিকগঞ্জ, ধৃত আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৫৫), পিতা-মৃত বুলাই শেখ, সাং-জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা), ইউপি-জিয়নপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ এবং তাহার নিকট হইতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/- টাকা সহ থানায় হাজির হইয়া উক্ত আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদী সংগীয় অফিসার ফোর্সসহ দৌলতপুর থানার সাধারণ ডাইরী নং-২১৬, তারিখ-০৫/০৯/২০২৩ খ্রিঃ মূলে দৌলতপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা কালে ইং-০৫/০৯/২০২৩ তারিখ রাত্র ২০.১০ ঘটিকার সময় জিয়নপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পান যে, অত্র দৌলতপুর থানাধীন জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা) সাকিনস্থ আসামী হেলাল উদ্দিন (৫৫) এর বসত বাড়ীতে উক্ত মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত পূর্বক সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৫/০৯/২০২৩ তারিখ রাত্র ০৮.৩০ ঘটিকার সময় অত্র দৌলতপুর থানাধীন জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা) সাকিনস্থ আসামী হেলাল উদ্দিন (৫৫) এর বসত বাড়ীর উঠানে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর দেহ তল্লাশী কালে ধৃত আসামীর ডান হাতে ধরা অবস্থায় বাজারের ব্যাগে রক্ষিত প্লাষ্টিকের কৌটার ভিতরে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/- টাকা পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে উদ্ধার পূর্বক ইং-০৫/০৯/২০২৩ তারিখ রাত্র ০৮.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই সঙ্গে থাকা ডিজিটাল ওজন পরিমাপক নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করেন এবং বর্ণিত আলামত হইতে যথাক্রমে ০৫ (পাঁচ) গ্রাম গাঁজা পৃথক ভাবে খাকি খামের ভিতরে রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা করেন এবং উক্ত খামে যথাক্রমে “ক” চিহ্ন দ্বারা সনাক্ত করেন। অতঃপর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করিয়া জব্দ তালিকায় এবং “ক” চিহ্নিত খাকি খামের উপর উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরসহ কং/৮৪২ রিপন রাজবংশীর স্বাক্ষর নেয় এবং নিজেও স্বাক্ষর করেন। ধৃত আসামীসহ জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়াছে বলিয়া উল্লেখিত সাক্ষীদের সামনে স্বীকার করে। ধৃত আসামী উক্ত এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা এর ব্যবসা করিয়া আসিতেছে বলিয়া জনশ্রুতি রহিয়াছে। ধৃত আসামী অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) ধারার অপরাধ করিয়াছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর দেহ তল্লাশীর পূর্বে উপস্থিত বর্নিত সাক্ষীদের দ্বারা বিধি মোতাবেক আমাদের দেহ তল্লাশী করতঃ পরবর্তীতে আসামীর দেহ তল্লাশী করা হয়।
ভিকটিমের সংখ্যা ও নামঃ নাই।
উদ্ধারঃ ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২০,০০০/- টাকা।
আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানা: ১. (1NM2) মোঃ হেলাল উদ্দিন(৫৫), পিতা-মৃত বুলাই শেখ ,পুলিশকে প্রদত্ত: গ্রাম- জিয়নপুর (সাং-জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা)) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -মানিকগঞ্জ, বাংলাদেশ
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ১. (1NM2) মোঃ হেলাল উদ্দিন(৫৫), পিতা-মৃত বুলাই শেখ ,পুলিশকে প্রদত্ত: গ্রাম- জিয়নপুর (সাং-জিয়নপুর উত্তরপাড়া (চোরিডাঙ্গা)) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -মানিকগঞ্জ, বাংলাদেশ
গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): দৌলতপুর থানার মামলা নং-০২, তারিখ-০৫/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক)
তদন্তকারী কর্মকর্তাঃ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রোস্তম আলী-৭৪৯২০২৭৪৭২ মামলাটি তদন্ত করিবেন ।