অনিরাপওায় ভুগছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফুলেছা বেগম প্রশাসনের কাছে অভিযোগ
- আপডেট টাইম : ০৮:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ২২২ ৫০০০.০ বার পাঠক
সূত্র তথ্য মতে জানান-ফুলেছা বেগম নামের এক নারী বয়স ৭২, স্বামী মৃত আব্দুল গনি ঠিকানা-গ্রাম-খোশকান্দি পূর্বপাড়া পোস্ট-দরিয়ারচর,থানা-বাঞ্ছারামপুর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।গত ১৩/১০/২০২২ ইংরেজি তারিখে তাঁহার ছেলে আশাবুদ্দিনের নামে তাঁহারই ঔরষজাত কন্যা কেয়া মনি (১৪) কে দিয়ে তাঁর বাবার নামে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে।
যার ধারা-৯(১)২০০০ সালের-শিশু নারী নির্যাতন দমন আইন। উক্ত মামলায় বাদী করা হয় বিবাদীর একমাত্র ঔরষজাত ছেলে আশিক মিয়াকে।ও সাক্ষী করা হয়
উক্ত গ্রামের মোঃ মোবারক হোসেন (৩৮) পিতা মৃত এমদাদুল হক ও একই গ্রামের মোঃ সোহেল মিয়া (৩৩) পিতা মোঃ এরশাদ মিয়া গংদের।তদন্তে জানা যায় মোবারক হোসেন গংদের সাথে তাঁর পুত্রবধূ ও তাঁর নাতনি সাথে পরকীয়া ছিল, যা হাতে নাতে ধরার পর তারা লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পায়,ছাড়া পেয়ে মোবারক হোসেন ফুলেছা বেগমকে হুমকি দিয়ে আসছে প্রাণনাশে মেরে ফেলবে বলে,পরে তাদের কারকাজিতে বর্তমানে সাত-আট মাস যাবত আমার ছেলে আশাবুদ্দিন জেলে আছে।
আমি খুব অসহায় মানুষ ঢাকাতে অনেক কষ্ট করে জীবন যাপন করি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন-এই যে- উক্ত ব্যাপারটির যেন সুষ্ঠ তদন্ত করে আমার ছেলে আশাবুদ্দিনের জামিনের ব্যবস্থা করে দেয় ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার ব্যবস্থা কর,এতে আমার মত হাজারো পরিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট কৃতজ্ঞ থাকবে।