লালপুরে কন্দোল ফসলের ওপরে কৃষি মেলা উদ্বোধন,এমপি শহিদুল ইসলাম বকুল
- আপডেট টাইম : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৪৯ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ একটি কৃষি মাতৃক দেশ তাই লালপুরের কৃষিকে আরো সামনে এক ধাপ এগিয়ে নিতে কোন্দল ফসলের ওপরে মেলা উদ্বোধন করলেন নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের মাননীয় এমপি শহিদুল ইসলাম বকুল।
আজ শনিবার (২০মে-২৩) তারিখে সকাল ১০.০০ ঘটিকায় লালপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি মেলা ও কৃষি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন নাটোর -১ আসেনর এমপি শহিদুল ইসলাম বকুল ।
এছাড়াও উক্ত উদ্বোধনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে, মোঃ রফিকুল ইসলাম উপজেলা কৃষি অফিসারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ বাবুল আক্তার ধর্ম বিষয়ক সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগে, রোকনুল ইসলাম,সাধারণ সম্পাদক গোপালপুর পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ সহ লালপুর উপজেলা সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারী বিন্দু।
এ সময় কৃষি অফিসার রফিকুল ইসলাম মিয়া বলেন, লালপুরে কোন্দল ফসলের চাষাবাদ খুব কম তাই আমরা কোন্দল ফসল কে লালপুরের আরো একধাপ এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ। কোন্দল ফসল বলতে বোঝায়, আলু,ওলকচু, কচু, কাসাভা আলু,পানি কচু,মানকচু, মিষ্টি আলু,মূখী কচু,মেঠেআলু,লতি কচু,শাক আলু বা কেশর আলু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালী সহ বিভিন্ন স্টলে কোন্দল ফসলের বিভিন্ন পিঠা তৈরি উৎসবে এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, লালপুরের কৃষিকে মডেল কৃষি হিসেবে দেখতে চান ও কৃষি প্রণোদনা সহ যত প্রকারের যুগ সুবিধা ও যত উপাদান আসে যা যা লাগবে সব কিছু তিনি নিজস্ব অর্থায়নে হলেও লালপুরের কৃষিকে মডেল কৃষি হিসেবে রূপান্তরিত করতে চান।