আজ কলকাতা পুলিশের স্পেশাল ট্রাক ফোর্স জালে ধরা পড়ল কুখ্যাত মাদক ব্যবসায়ী মোমিন খান ও তার স্ত্রী মেহবুবা খান। এদিন কলকাতা এস টি এফ পুলিশের ফোর্স যখন তার টিচিং ঘাটার বাড়ির সামনে ১২,জনের, টিম এসে দাড়ায় তখন কেউ ভাবতে পারেন নি যে এই বাড়িতে লুকিয়ে আছে প্রায় ৫,কেজি, ব্রাউন সুগার ও নগদ অর্থ পাচ লক্ষ টাকা। ঘটনার স্থান থেকে মোমিন খান ও তার স্ত্রী মেহবুবা খান কে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিদের আসল বাড়ি কলকাতার পার্ক সার্কাস এলাকায়। তাদের পার্ক সার্কাস এলাকায় বাড়িতে যখন পুলিশ যায় তখন কেউ ছিল না। তার গোপন তথ্য পেয়ে হানা দেয় চিঙড়িঘাটার বাড়িতে। তখন প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি চালিয়ে এই পাঁচ কেজি ব্রাউন সুগার ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করে। তবে ধৃত ব্যক্তিরা কাদের কাছে ব্রাউন সুগার বিক্রি করতেন এবং তাদের নেটওয়ার্ক কতটা তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থা এস টি এফ।।
সংবাদ শিরোনাম ::
কলকাতার এস টি এফের জালে ধরা পড়ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী
-
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
- আপডেট টাইম : ০২:০৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- ৫২ ০.০০০০ বার পাঠক
আরো খবর.......
জনপ্রিয় সংবাদ