বিরামপুরে বিজিবি কর্তৃক ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

- আপডেট টাইম : ০২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২০ ১৫০০০.০ বার পাঠক
দিনাজপুর জেলার বিরামপুর থানার বিজিবি’র বিরামপুর বিশেষ ক্যাম্প এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ৫৭০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।
গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিশেষ ক্যাম্প এর টহল কামান্ডার হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিরামপুর রেলগেইটের পূ্র্ব পার্শ্ব হতে মালিকবিহীন ৪৭৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ হোসেন আলী এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে কাটলা বিশেষ ক্যাম্প সংলগ্ন আর্মির মোড় পাকা রাস্তার পার্শ্ব হতে মালিকবিহীন ৯৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপসহ সর্বমোট ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৫,৫০০/- টাকা।
আটকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।