কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

- আপডেট টাইম : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং বিভাগের এক আয়রনম্যানের সঙ্গে ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিক সংঘর্ষ হয়। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। এ খবরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখে পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে ইন্টারস্টপ ও লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন যুবায়ের হোসেন জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে। পরবর্তীতে যৌথ বাহিনীর উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করা হয়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।