ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে চারদিনের ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে
- আপডেট টাইম : ০১:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৪ ৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শুরু হয়েছে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক্রিয়া অনুষ্ঠানে মোট ১৬,টি, দলের মধ্যে ধাপাস বল প্রতিয়োগিতা শুরু করা হয়েছে। আজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান দল হিসেবে অংশ নেন, আসাদুরের ধানের গোলা ও কুলিশ্বর পারভীন সঙ্ঘের। আজ এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মুরশিদ সরদার এবং আবদুস সালাম মোল্লা ও সেলিম মোল্লা ওরফে বাবু ও ঘোলা জনকল্যাণ সমিতির র অন্যতম কর্মকর্তা এ বি এম সেলিম মন্ডল ও ঘোলা জনকল্যাণ সমিতির র কর্মকর্তা এবং উত্তর কুসুম জি পি ও র সদস্য আনার হোসেন গাজী ও ঘোলা জনকল্যাণ সমিতির সদস্য জামসিদ সরদার। এই ধাপাস বল খেলাটি পরিচালনা করেন রেফারি সৈয়দ আবদুল্লাহ ও রাজু মোল্লা এবং লাইনম্যান বাপি লস্কর। টান টান উত্তেজনা র মতো খেলা শুরু হয় এবং এই খেলায় প্রথম দিনে জয়লাভ করেন আসাদুরের ধানের গোলা। এই খেলা দেখতে কয়েক হাজার মানুষ উপস্তিত হয়।।