আম আদমি বলছে, এবার সাগরদীঘিতে জিততে চলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস
- আপডেট টাইম : ০৯:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৫০ ৫০০০.০ বার পাঠক
পশ্চিম বাংলার উপ নির্বাচনে সাগরদীঘি কেন্দ্রে তিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে জিতবে তা আগামী কাল বিকালে পযন্ত ঠিক হয়ে যাবে। এখানে যেমন ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস আছে, তেমনি তৃনমূল দলের প্রার্থী আছেন। তেমনি বিজেপি দলের প্রার্থী আছেন। তবে ২০১১,সাল, থেকে এই কেন্দ্রটি তৃনমূল দলের দখলে। এই কেন্দ্র থেকে নির্বাচিত হন পশ্চিম বাংলার প্রায়ত তৃনমূল দলের প্রার্থী প্রায়ত মন্রী সুব্রত সাহা। তার অকাল মৃত্যুর পর এক কেন্দ্র থেকে উপ নির্বাচন করা হয়। আগামী কাল তার ফল ঘোষণা করা হবে। তবে এই কেন্দ্র থেকে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিততে চলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। কারণ সমাজ সেবক হিসেবে পরিচিত। সেই সাথে তৃনমূল দলের প্রার্থী বহিরাগত বলে অভিযোগ তুলে এই কেন্দ্রের মানুষ তৃনমূল দলেরবিমুখ হয়ে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস কে সমর্থন করেছেন এবং বুথ ফেরত সমিক্ষায় পাওয়া গেছে। সেই সাথে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা বহরমপুর লোকসভা র এম পি অধীর চৌধুরী বলেন, তার বিশ্বাস এবার সাগরদীঘিতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস জিততে চলছে। এবং পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার মাটি থেকে তৃনমূল দলের পতন শুরু হবে। এটি বলার অপেক্ষা করে না।।