ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে প্রনাম করে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির শুভ কামনা করে একতারা অঞ্চলে বের হন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা
- আপডেট টাইম : ০৬:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
দপশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, দিদির সুরক্ষা কবজ কর্মসূচির মাধ্যমে আম আদমি র কাছে পৌঁছে দিতে জন উন্নয়ন মূলক কাজের নমুনা। সেই কাজের শুভ উদ্বোধন করতে গিয়ে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও সাবেক পশ্চিম বাংলার মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লা তার বিধান সভা অন্তর্গত একতারা অঞ্চলে যাওয়ার সময় তিনি ঐ অঞ্চলের প্রাচীন ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দ মন্দিরের প্রনাম করে বের হন। এই ঘটনার পর তার বিরুদ্ধে সমলোচনা শুরু হয়েছে গোটা মগরাহাট পশ্চিমের রাজনৈতিক মহলে। কেউ বলছেন নামে মোল্লা কিন্তু শুক্রবারে নামাজ আদায় করতে যায় না। কিন্তু সব সমলোচনা কে সরিয়ে তিনি লোক সমাজের মধ্যে মানবিক দিক থেকে সকলের কাছে সমান অধিকার স্হাপন করা নিয়ে কোন পিছুপা হতে চাইছে না বলে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে। কে কি বলছেন তাতে তার যায় আসে না। তিনি তাঁর কাছে সকল ধর্মের মানুষ সমান সেটা দেখাতে চাইছেন। কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন তাই সকলের ভোট পাওয়ার বলাই আছে বলে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তার বিরুদ্ধী দলের রাজনৈতিক নেতৃত্ব।।