ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
- আপডেট টাইম : ০৭:১৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ২৩০ ৫০০০.০ বার পাঠক
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগান গুলোকে সামনে রেখে, ময়মনসিংহের তারাকান্দা সদর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০ জানুয়ারি শুক্রবার বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০টি ইউনিয়নে ১০বিটে চলছে বিট পুলিশিং
কার্যক্রম। প্রতিটি বিটে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
উক্ত অনুষ্ঠানে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের’র সঞ্চালনায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার পিপিএম মাছুম আহাম্মদ ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।
স্বাগতম বক্তব্য রাখেন, তারাকান্দা ও ফুলপুর থানার সার্কেল দীপক চন্দ্র মজুমদার,
তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসর মিজাবে রহমত,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার।
জেলা পরিষদের সদস্য মেজবাউল আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক,
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্যব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম অপরাধ ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ’র মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। তারাকান্দা থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।