অনলাইন জুয়া খেলার মাধ্যমে হুন্ডি করে হাজার কোটি টাকা বিদেশে পাচার চক্রের ০৯ জন গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭-১২-২০২২ খ্রিঃ তারিখ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ারী চক্রের সদস্য ১। মোঃ নাসির মৃধা (৩০), পিতা-মৃত হাবিবুল্লাহ মৃধা, মাতা-রেজিয়া বেগম, সাং-বড়কান্দি মৃধাবাড়ী, থানা-জাজিরা, জেল-শরিয়তপুর, এ/পি সাং-হরিনাহাটি (বউবাজার এর পাশে বড় মসজিদ এর সাথে), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। মো: মারুফ হাসান (২৪), পিতা- ফরহাদ আলী, মাতা-রহিমা বেগম, সাং-গৌরীপুর মধ্যপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ জাহিদুল ইসলাম ওরফে রসুল (২২), পিতা-মো: নুরুল ইসলাম, মাতা-মৃত জয়গন নেছা, সাং-ভালুকজান, ৪। মোঃ আশিকুর রহমান আশিক (২৭), পিতা-ফরহাদ আলী, মাতা-রহিমা বেগম, সাং- গৌরীপুর মধ্যপাড়া, ৫। মোঃ কাউসার হোসেন(২৩), পিতা-মো: জুলহাস, মাতা-আমেনা বেগম, সাং-চৌদার, ৬। মো: রুবেল হোসেন (২৫), পিতা-মো: নুরুল ওয়াদুদ, মাতা-দিলরুবা বেগম, সাং-বড়ুকা, ৭। মোঃ আশিকুল হক (২৫), পিতা-মোঃ করিম, মাতা-মোছাঃ আক্তারা বেগম, সাং-কয়ারচালা, ৮। মোঃ আকরাম হোসেন রিপন (২৬), পিতা-সাবেদ আলী, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-ভালুকজান, ৯। মোঃ মুরাদ হাসান (২৫), পিতা-মোঃ আলমগীর কবির, মাতা-মর্জিনা আক্তার, সাং-গৌরিপুর পৌরসভা, সকলের থানা-ফুলবাড়ীয়া ও জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় বাংলাদেশে অবৈধ অনলাইন জুয়ার প্লাটফর্ম velki live (সাবেক নাম 9Wickets) ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইসে ইন্টারনেট সংযোগ নিয়ে Google chorme ব্রাউজার ব্যবহারের মাধ্যমে সমাজের উঠতি বয়সের যুবকদের আসক্ত করে বিদেশে পাচার করে নেয়া হচ্ছে হাজার কোটি টাকা।তারা মালোয়েশিয়া/দুবাই এর মোবাইল নম্বর ব্যবহার করে WhatsApp Business Account খুলে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে যোগাযোগ করে থাকে।এই সার্ভারটি প্রধানত নিয়ন্ত্রণ করে থাকে velki live এর এ্যাডমিন আকাশ মালিক রনি (বাংলাদেশী বংশোদ্ভূত দুবাই প্রবাসী)। তিনি এটিকে ওয়েব সাইটের মাধ্যমে বিভিন্ন বিদেশী নাম্বার ব্যবহার করে সারা বাংলাদেশের ৫টি লেয়ারে তথা (১) এ্যাডমিন, (২) সাইট সাব এ্যাডমিন, (৩) সুপার এজেন্ট, (৪) মাষ্টার এজেন্ট ও (৫) ইউজার (রুট লেভেলের ব্যবহারকারী) লেয়ারে বিভক্ত করে।প্রতিটি লেয়ার তার উপরের লেয়ারের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করে থাকে।তাঁর মধ্যে একজন রুট লেবেলের আগ্রহী অনলাইন জুয়াারী https://allagentlist.com/ad.php প্রবেশ করে ক্লিক করলেই ১০০০ টাকার বিপরীতে ১০ টি ডিজিটাল কয়েন প্রদান করে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।এই ডিজিটাল কয়েন লেনদেন মুলত সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট, ফুটবললীগ, টেনিস এবং বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমেও প্রধানত অনলাইনে জুয়া খেলা হয়। ব্যবহারকারী জয়ী হলে ডিজিটাল কয়েন ফেরত নিয়ে এর বিপরীতে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা গ্রহণ করে থাকে।হারলে তার পুরো ডিজিটাল কয়েনটাই পর্যায়ক্রমে জুয়া পরিচালনাকারীর কাছে জমা হয়ে যায়। উক্ত velki.live এর সাইটে ০১ জন এ্যাডমিন, ১৪ জন সাইট সাব এ্যাডমিন, ২৪০ জন সুপার এজেন্ট, ১৫০০ এর অধিক মাষ্টার এজেন্ট এবং সারা দেশে প্রায় দুই লক্ষাধিক ইউজার রয়েছে বলে জানা যায় ।উক্ত-বিষয়ে জিএমপি সদর থানা কর্তৃক প্রথমে মাষ্টার এজেন্ট নাসির গ্রেফতার হলে তার দেওয়া তথ্য যাচাই করে দেখা যায় তার নিকট রুট লেবেলের প্রায় ৭০ জন ব্যবহারকারীর থেকে দৈনিক লক্ষাধিক টাকা সংগ্রহ করে তার উধ্বর্তন সুপার এজেন্ট মারুফ এর নিকট প্রদান করে।মারুফকে গ্রেফতারের জন্য উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হলে সাথে অপর ৭ জনেরও জড়িত থাকার প্রমাণ পেয়ে গ্রেফতার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে জানা যায় সে তার উধ্বর্তন সাইট সাব এ্যাডমিন হককে (ওয়েবসাইট নেম) ব্যাংক এর এজেন্ট ব্যাংকের ১৪৮ টি একাউন্টে গত নভেম্বর মাসে ২ কোটি টাকার অধিক লেনদেন হয়েছে।এ হিসেবে বাংলাদেশে প্রায় ১৫০০ টি মাস্টার এজেন্টের মাধ্যমে ১ মাসেই ৩ হাজার কোটি টাকার অধিক লেনদেন হয়েছে বলে প্রতীয়মান হয়। যা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে।ফলে দেশ হতে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এ সংক্রান্তে সদর থানা, জিএমপি কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ মামলা রুজু এবং সিআইডি কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী-সকল ধরণের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।