শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০২:২০:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৬৮ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ওসি মো.সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,এরশাদ হোসেন মাষ্টার, গোলাম রব্বানি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান,খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুছ ছাত্তার ভুইয়া, সাংবাদিক মো. আব্দুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, উপজেল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন ফারুক, হোমনা আদর্শ উচ্চ ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মমো. রাহিদ হহাসান দাদন প্রমূখ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। দুটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানন হয়।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,রাজনৈতিকদলের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সভায় উপস্থিত ছিলেন।