ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

প্রকৃতির নিপুন কারিগর বাবুই পাখি বিলুপ্তির পথে

আলাউদ্দিন মিয়া. নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:০০:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ১৪৪ ৫০০০.০ বার পাঠক

নিপুন কারিগর বলা হয় বাবুই পাখিকে। বাবুই পাখিরা শারীকভাবে ছোট হলেও তাদের জ্ঞান ভান্ডার রয়েছে প্রচুর। এক সময় গ্রাম-অঞ্চলে অবাধ বিচরণ ছিল তাদের। সুরেলা শব্দে মন মাতানো কিচিরমিচির শব্দ আগের মত এখন তেমন শোনা যায় না। বুদ্ধিমান বাবুই পাখি ও তাদের দৃষ্টিনন্দন বাসা। বয়স্করা জানান, পাখিটি খুবই বুদ্ধিমান ও দেখতে ছোট হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায়।

চোখে আর পড়ে না গ্রাম-গঞ্জের বাড়ির ধারে কিংবা পুকুর পাড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা তাল গাছ। তাল গাছের কচি পাতা,নারিকেল গাছের কচি পাতা, সুপারি পাতা দিয়ে বাসা তৈরি করতো নিপুন কারিগর বাবুই পাখি। বাবুই পাখি তার ছোট ঠোঁট দিয়ে এমন নিখুঁত ভাবে বাসা তৈরি করতো যে, বৃষ্টির পানি ভিতরে স্পর্শ করতে পারে না।

ছোট ঠোঁট দিয়ে তৈরি করা বাসাটি এতোটাই মজবুত ছিলো যে তা টেনেও ছেড়া যেতো না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুন কারিগর শিল্প বাবুই পাখি। তবে একটা সময় গ্রাম-অঞ্চলে তাদের দেখে মিলতো বেশি।

হালকা বাতাস এলেই দোলতে থাকে বাসাটি। বাসার মাঝখানে থাকে রশিদ মতো সেখানে বসে সুরেলা কণ্ঠে কিচিরমিচির করতে শুনা যেতো। বসবাস করার জন্য বাসার দুই পাশে আড়া তৈরি করতো আর সেই খানেই ডিম পেড়ে বাচ্চা ফোটাত এবং বসবাস করতো।

ভোরবেলার কিচিরমিচির, সুমধুর ডাকাডাকি আর উড়াউড়ি করতে দেখা যেতো রোজ । মুলত তালগাছেই বাসা বাঁধতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাবুই পাখি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রকৃতির নিপুন কারিগর বাবুই পাখি বিলুপ্তির পথে

আপডেট টাইম : ০৫:০০:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ২১ নভেম্বর ২০২২

নিপুন কারিগর বলা হয় বাবুই পাখিকে। বাবুই পাখিরা শারীকভাবে ছোট হলেও তাদের জ্ঞান ভান্ডার রয়েছে প্রচুর। এক সময় গ্রাম-অঞ্চলে অবাধ বিচরণ ছিল তাদের। সুরেলা শব্দে মন মাতানো কিচিরমিচির শব্দ আগের মত এখন তেমন শোনা যায় না। বুদ্ধিমান বাবুই পাখি ও তাদের দৃষ্টিনন্দন বাসা। বয়স্করা জানান, পাখিটি খুবই বুদ্ধিমান ও দেখতে ছোট হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায়।

চোখে আর পড়ে না গ্রাম-গঞ্জের বাড়ির ধারে কিংবা পুকুর পাড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা তাল গাছ। তাল গাছের কচি পাতা,নারিকেল গাছের কচি পাতা, সুপারি পাতা দিয়ে বাসা তৈরি করতো নিপুন কারিগর বাবুই পাখি। বাবুই পাখি তার ছোট ঠোঁট দিয়ে এমন নিখুঁত ভাবে বাসা তৈরি করতো যে, বৃষ্টির পানি ভিতরে স্পর্শ করতে পারে না।

ছোট ঠোঁট দিয়ে তৈরি করা বাসাটি এতোটাই মজবুত ছিলো যে তা টেনেও ছেড়া যেতো না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুন কারিগর শিল্প বাবুই পাখি। তবে একটা সময় গ্রাম-অঞ্চলে তাদের দেখে মিলতো বেশি।

হালকা বাতাস এলেই দোলতে থাকে বাসাটি। বাসার মাঝখানে থাকে রশিদ মতো সেখানে বসে সুরেলা কণ্ঠে কিচিরমিচির করতে শুনা যেতো। বসবাস করার জন্য বাসার দুই পাশে আড়া তৈরি করতো আর সেই খানেই ডিম পেড়ে বাচ্চা ফোটাত এবং বসবাস করতো।

ভোরবেলার কিচিরমিচির, সুমধুর ডাকাডাকি আর উড়াউড়ি করতে দেখা যেতো রোজ । মুলত তালগাছেই বাসা বাঁধতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাবুই পাখি।