ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হতে ৭০ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক
- আপডেট টাইম : ০১:০৩:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ২০০ ৫০০০.০ বার পাঠক
তারিখ ২০ অক্টোবর ২০২২ খ্রিঃ।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হতে ৭০ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। ২০ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ ভোর ০৬.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর ব্রিজের নিকট রাস্তার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। টিটু সূত্রধর (২০), পিতা-মৃত পরিমল সূত্রধর, সাং-কমলপুর আমলা পাড়া, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা ০৩(তিন)টি প্লাস্টিকের সাদা বস্তা তল্লাশী করে ৭০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।