কসবায় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

- আপডেট টাইম : ০২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৯৪ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার মাদক পাচারকালে ৮ কেজি গাঁজা ও বহনকারী সিএনজি চালিত অটোরিকশাসহ বিল্লাল মিয়া (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার কামালপুর গ্ৰামের মৃত আঃ মালেক মিয়ার ছেলে।
গতকাল বুধবার (১৯ অক্টোবর) কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, মো. কামরুল ইসলামের দিক-নির্দেশনায় এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে এসআই মোঃ খায়রুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোর ৫:২৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ৯নং কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারের প্রবেশদ্বানে জনৈক মহসিনের দোকানের সামনে কসবা থেকে নয়নপুর বাজারগামী রোড থেকে মাদক পাচারকালে তাকে গ্ৰেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন (পিপিএম) বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।