নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৬:০৭:৪৭ অপরাহ্ণ, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপজেলা পর্যায়ে আজ রবিবার বিকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক পর্যায়ে গোর্কণ পৃর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-৪ গোলে হারিয়ে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইবেকারে ১ -৩ গোলে হারিয়ে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মোনাব্বর হোসেন সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফিউদ্দিন আহমেদ, ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি)হাবিবুল্লাহ সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল মিয়া,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম,মাজাহারুল হকসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।