জান্নাত গরুর খামার আশুলিয়ার রুস্তুুমপুরে মিলবে কুরবানীর গরু
- আপডেট টাইম : ০৯:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ২০৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ কামাল হোসেন নিজস্ব প্রতিবেদক।।
আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর ৯ নং ওয়ার্ডের রুস্তুুম পুরে গড়ে উঠেছে জান্নাত এগ্রো ফার্ম,আগামী কুরবানীর ঈদকে সাননে রেখে ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের গরু রাখা হয়েছে ফার্মে,৪ মোন থেকে ৩০ বা ৩৫ মোন ওজনের গরু এখানে রাখা হয়েছে,সুলভ মুল্যে বাসায় পৌঁছে দেওয়া সহ সকল প্রকার সুযোগ পেতে আজই যোগাযোগ করুন,(০১৯১১১৭১৭০৫)জান্নাত এগ্রোর প্রপাইটর মোঃ আলম হোসেন তিনি বলেন যুবসমাজ কে উদ্বুদ্ধ করতে বিদেশের প্রতি আস্থা না করে নিজের প্রতি দেশের প্রতি আস্থা বিশ্বাস রেখে, নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এগ্রো ফার্ম তৈরি করেছি, সব ধরনের গরু রাখছি ক্রেতাদের সুবিধার্থে গরু ঈদের আগের দিন পর্যন্ত পৌছে দেওয়ার ব্যাবস্থা করেছি, এখানে প্রতারিত হওয়ার কোনো প্রকার ভয় নেই ক্রেতা যেভাবে নিবে সেভাবেই দিতে পারবো,রাজনৈতিক নেতা কর্মী বা দেশের বিত্তশীলদের বলবো আপনারা নির্ভয় আমার এখানে চলে আসুন আপনার পছন্দের গরুটি আপনি সংগ্রহ করুন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কে দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমার মত ক্ষুদ্র ব্যবসায়ীদের কে সুদৃষ্টি দিয়ে দেশের বেকারত্ব দূর করে যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করুন,আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল রকম বাঁধা অতিক্রম করে কাজ কে ছোট মনে নস করে একে অপরের সহযোগিতা করি সম্মিলিত হয়ে কাজ করি।