নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ

- আপডেট টাইম : ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ৪৫৫ ১৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃত ৭ আসামি হলেন, আহ্সান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আতিকুর রহমান (৪৩), সাজ্জাদ হোসেন (৪২), আইয়ুব আলী (৩৬), সাজ্জাদ হোসেন (৪৫), দুলু তরফদার (৪৫), বায়েজিত প্রাং (৪০), সাগর মন্ডল (৩৫)। সর্ব সাং উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভর- মাধাইমুড়ি গ্রাম।
অন্যান্য মামলার ৪ আসামি হলেন, হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া মৃধাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু (৬৫), মনিয়ারী ইউনিয়নের মারিয়া বড় পুকুরিয়া গ্রামের আমির মীরের ছেলে বাচ্চু মীর (২৫), আহসানগঞ্জ ইউনিয়নের কাঁশোপাড়া গ্রামের মোজাহার আলী দেওয়ানের ছেলে শুকবর আলী দেওয়ান (৩০), এবং মৃত কায়েস আলীর ছেলে আবু তালেব দেওয়ান (৫০)।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে জুয়া ও অন্যান্য মামলার আসামী সহ মোট ১১ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। এবং তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।