সংবাদ শিরোনাম ::
মনকে শাসন করা আর নিয়ন্ত্রণে রাখা এক কথা নয়
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০৬:৪৯ অপরাহ্ণ, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ২৬১ ৫০০০.০ বার পাঠক
মনকে শাসন করা আর নিয়ন্ত্রণে রাখা এক কথা নয়।
———-
###– উভয়ের মধ্যে বিস্তর ব্যবধান।
##- প্রথমটায় কর্তৃত্বের প্রকাশ ঘটে,
##- দ্বিতীয়টায় কোমলে-কঠোরে আকুতিযুক্ত প্রচেষ্টা থাকে।
——- তাই শাসনে মন বিক্ষুব্ধ হয়ে ওঠে, নিয়ন্ত্রণচেষ্টায় আর্দ্রতায় আচ্ছন্ন হয়।
——– আপনা থেকেই সেখানে কখনো অশ্রুহীন কান্না উথলে উঠে কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে যায়,
—– কখনো নীরব কান্নায় দুচোখ বেয়ে জলের ধারা ক্ষীণ ঝরনার মতো বয়ে চলে।
——– জীবন এমন অসংখ্য অব্যক্ত, ব্যাখ্যাতীত হৃদয়ভারাক্রান্ত ঘটনাপুঞ্জের সমাহার।—-
আরো খবর.......