সংবাদ শিরোনাম ::
দুঃখভরা ভারাক্রান্ত মায়ের হাহাকার, কর গো বিধি কর এর পরিত্রাণ মা সন্তান কর একাকার
কলমে আমি নার্গিস সেতু
- আপডেট টাইম : ০৯:২০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৮ ৫০০০.০ বার পাঠক
সইছেনা আর মার পরানে এমন নির্মম পরিহাস,
এভাবেই দেবে শাস্তি সৌভাগ্যের দেবে না আশাস?
কেন দিলে এমন জীবন কোন অপরাধে বলনা?
শত কষ্টে জর্জরিত হয়েও সন্তানের বিরহ মা সইতে যে পারেনা।
মায়ের সনে তুমিই দিলে এমন মায়াবী বন্দন,
তারি মাঝে আবার দিলে কেনে বুক ফাটা কন্দন?
আর তো পারিনা সন্তান বুকে নিতে বড় স্বাদ জাগে,
মায়ের কাছে সন্তান কলিজা ছেড়াধন বুঝিনি তো আগে।
আহারে বিরহ দুরত্ত দিলে সন্তান মায়ে ,
তুমি কি জাননা সন্তানের বেহেস্ত মায়ের পায়ে।
আমি অধম খুজে বেড়াই সেই গর্বধারিনী,
কোন অপরাধে করলে বিধি এমন দুরত্ত হায়রে জননী।
যায় কি ফেরানো হারিয়ে যাওয়া সেই সুখ,
জানা অজানা কষ্ট যেতাম ভুলে দেখিলে মায়ের মুখ।
হায়রে নিয়তি করি মিনতি শোন সন্তানের আর্তনাদ,
মায়ের বুকের ধন দাও ফিরিয়ে সন্তান কর জান্নাত।
আরো খবর.......