কাশিমপুরে অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন
- আপডেট টাইম : ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহমেদ।।
গাজীপুর মহানগর কাশিমপুরে ১ নং ওয়ার্ডে অপরাধ প্রতিরোধে বিভিন্ন এলাকায় ২৫ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসব সিসি ক্যামেরার শুভ উদ্ভোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হাসান।
সোমবার দুপুরে (৩১ জানুয়ারি) কাশিমপুর পানিশাইল মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ভবানীপুর বটতলা মোড়, মৃধাপাড়া ও পানিশাইল মোড়ে মোট ২৫ সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
অনুষ্ঠানে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদার সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এস আই) দীপঙ্কর রায়ের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হাসান। এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসাইন, ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটন, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম আহমেদ (আব্বাস), সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন মৃধা ও শওকত ইমরান মোল্লা।
এসময় বক্তারা বলেন, কাশিমপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় লক্ষ্য লক্ষ্য লোকের বসবাস। এ এলাকার অধিকাংশ লোকই বহিরাগত। তাই এই এলাকাটি অপরাধ প্রবণ বেশি। অপরাধ কমাতে ও অপরাধী চিহ্নিত করতে সিসি ক্যামেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই যার যার বাসাবাড়ি রাস্তা ও মোড়ের পাশে সেইসব বাড়ির মালিকগনকে সিসি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেন। এছাড়াও এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান বক্তরা।