মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর সমাধীতে ব্যারিস্টার সানজীদের শ্রদ্ধা
- আপডেট টাইম : ১০:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম( শহিদ )বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন সদ্য প্রয়াত জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মাসুদা রশীদ চৌধুরী এমপির ছেলে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম, কাদের এমপির বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী। এইসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব আবসার উদ্দিন রনি, নগর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক কায়সার হামিদ মুন্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সদস্য সচিব কাজেমুল হাসান শাহেদ, মহানগর ছাত্রসমাজের আহবায়ক নীরব শরীফ মোল্লা,সদস্য সচিব আবু হানিফ নোমান, যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত কচি, আবু হাসান,শ্রী তপন চক্রবর্তীর সহধর্মিণী ও পুত্র শাওন, নগর জাপা নেতা জাকির হোসেনসহ অনেকে।
তপন চক্রবর্তীর স্মৃতি চারণ করতে গিয়ে ব্যারিস্টার সানজীদ বলেন, তপন চক্রবর্তী একজন বীরমুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন।পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে বিশ্বাসী ছিলেন। চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা ছিলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের সুখে দুংখের বন্ধু ছিলেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন না ঠিকই কিন্ত তপন চক্রবর্তী নেতাকর্মীদের জন্য যা করে গেছেন তা অনুকরনীয়। আমি তপন চক্রবর্তীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আশা করবো, তাঁর সন্তানেরা বাবার আদর্শে দেশ ও সমাজের জন্যে কাজ করে যাবে।