দুর্ঘটনায় আহত শ্রমিক সুচিকিৎসা ও সেবা-পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছে

- আপডেট টাইম : ০১:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
২৬ এপ্রিল সকাল ১১টার সময় সীতাকুন্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নস্থ বার আউলিয়া উপকূলীয় এলাকায় অবস্থিত মাহিনুর শিপ রি-সাইক্লিং লিঃ নামের শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ শিপ কাটিং করার সময় অক্সিজেন পাইপ বিস্ফোরণে মোঃ রাজ্জাক নামের একজন কাটারম্যান হেলপার গুরুতর জখম হয়। তার বাম হাতের তিনটি আঙ্গুল আগুনে পুড়ে ঝলসে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি না করে স্থানীয় একটি ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়। হাতের জখম স্থানে তীব্র ব্যথায় কাতড়াতে থাকায় তার অভিভাবক ২৭ এপ্রিল সকাল ১০ টায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। জানা যায় সরকার শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে গ্রীন ইয়ার্ড হিসেবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে। এ কর্মসূচী বাস্তবায়নে গালিফতির কারণে দুর্ঘটনায় আহত শ্রমিক সুচিকিৎসা ও সেবা-পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছে। অভিজ্ঞ মহল বলছেন, গ্রীণ শিপ ইয়ার্ড কর্মসূচী দ্রুত বাস্তবায়ন করা জরুরি।