আশুলিয়ায় বন্ধ হচ্ছেনা নরসিংহপুরের চাঁদাবাজি
- আপডেট টাইম : ০৩:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ৩০৯ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়ায় বন্ধ হচ্ছেনা নরসিংহপুরের চাঁদাবাজি ইউপি সদস্য বকুলের ভাই.সাগির এর তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী ০১/১০/২০২১ শুক্রবার সন্ধা ৭ ঘটিকায় নরসিংহপুর স্টান্ডের দোকানীদের সাথে চাঁদা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন,বকুল মেম্বারের ভাই.সাগির.তার নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা কয়েকটি দোকান ভাংচুর ও মারক্তক আহত করছেন অগনিত দোকানীদের।উক্ত বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে সাধারন দোকান মালীকেরা বলেন,আমরা অতিষ্ঠ এই বাহিনীদ্বারা,এখানে থাকলে হয় মরতে হবে,নইলে এখান থেকে চলে যেতে হবে,দুইদিন পর পর এমন জঘন্যতম ঘটনা ঘটায় এরা বলার মত নয়,তাছাড়া আমরা দোকান করে জিবিকা নির্বাহ করি,কালোবাজারি করিনা মাস্তানি করিনা, তবে আমাদের কেনো চাঁদা দিতে হবে।এটা দেখেও না দেখার ভান করে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা,আমরা এর প্রতিকার চাই,এই বাহিনীদ্বারা লেগুনা অটোরিকশা ইজিবাইক থেকে চাঁদা উত্তল করেন,এটা জনপ্রতিনিধিরা জানেন কিন্তুু কোনো রকম পদক্ষেপ গ্রহন করেন না।